পাউন্ড কেন lb; আ লি'ল বিট অফ ব্যাকগ্রাউন্ড.... অ্যাবাউট পাউন্ড!! 😊😊
- নাফিউর রহমান পিয়াল
- Aug 17, 2018
- 2 min read
সাধারণ কিছু কনফিউশন দূর করার চেষ্টায় এর আগে লিখেছিলাম ০!=১ কীভাবে হয় সেটা নিয়ে; আর এখন বলবো পাউন্ডকে কেন lb বলা হয় সেটা নিয়ে।
আমাদের যাদের মাপজোক নিয়ে কিছুটা হলেও জ্ঞান আছে, তারা প্রায় সবাই জানি যে ভর পরিমাপের দুইটা প্রচলিত একক হলো MKS পদ্ধতির kg আর FPS পদ্ধতির Pound. বাচ্চাকাল থেকেই যে প্রশ্নটা আমাকে অনেক জ্বালাতো সেটা হলো, kg তো এসেছে kilogram থেকে, কাজেই এর abbreviation হিসেবে kg- ওকে ফাইন ঠিক আছে; কিন্তু Pound এর abbreviation lb কেন? এটা হয় কী করে?! অনেকের কাছ থেকে জানার চেষ্টা করেছি, উত্তর পাইনি; কিন্তু তাই বলে জানার চেষ্টা হারাই নি! :)
আসলে ব্যাপারটা অনেকটা Sodium এর প্রতীক Na হওয়ার মতো। Hydrogen এর প্রতীক H, এটা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন আসেনা, কারণ জিনিসটাকে আমরা Hydrogen নামেই চিনি। সমস্যাটা হয় তখন যখন আমরা কোনো কিছুকে Sodium নামে চিনি, কিন্তু তার প্রতীক হিসেবে দেখি Na কে! কিন্তু যখন জানি এর আরেকটা নাম আছে, ল্যাটিন নাম, সেটা হলো Natrium, আর সেখান থেকেই এসেছে এর প্রতীক Na, তখনই আমাদের ব্যাসিক কিলিয়ার হয়ে যায়!! :P একই কথা Pound এর জন্যও প্রযোজ্য। Pound কথাটা এসেছে libra pondo থেকে। libra শব্দটা অনেকের কাছেই পরিচিত মনে হতে পারে, বিশেষ করে যাদের রাশি বা রাশিফলের ব্যাপার অনেক উৎসাহ তাদের কাছে; কারণ এটা যে একটা রাশির নাম! যেটাকে কিনা আমরা বাংলায় তুলা রাশি বলে থাকি!
এবার একটু লক্ষ করুন তো, তুলা রাশির symbol কী? দৈনিক পত্রিকার রাশিফল থেকে দেখে নিতে পারেন, তুলা রাশির symbol হলো দাঁড়িপাল্লা। এটা কেন জানেন? আসলে libra শব্দটা একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হলো balance বা scales, যার বাংলা করলে দাঁড়ায় দাঁড়িপাল্লা। এজন্যই libra বা তুলা রাশির symbol হিসেবে দাঁড়িপাল্লাকে ব্যবহার করা হয়।
তো যে কথাটা বলছিলাম, Pound কথাটা এসেছে libra pondo থেকে, যেটা কিনা প্রাচীন রোমান মাপজোকের একটা একক (ভর মাপার জন্যই তারা এটা ব্যবহার করতো)। পুরো শব্দটার pondo অংশ থেকে এসেছে Pound কথাটা; যার abbreviation টা এসেছে একই শব্দের অন্য অংশটা থেকে- অর্থাৎ libra থেকে- lb! কি! ব্যাসিক কিলিয়ার?? :P :P (এখানে আরও একটা মজার তথ্য জানানো যেতে পারে, ইতালির মুদ্রা lira; এই lira কথাটাও এসেছে এই libra থেকেই!)
এজন্যই Pound শব্দটার abbreviation lb! :) :) :)
বাহ!