তেজস্ক্রিয়তার খুঁটিনাটি
- নাফিউর রহমান পিয়াল
- Aug 19, 2018
- 2 min read
তেজস্ক্রিয়তা প্রকৃতির একটা চমৎকার ঘটনা! আমাদের স্কুল কলেজের বই গুলোতে এটা নিয়ে টুকটাক কথাও বলা আছে, কিন্তু বিস্তারিত তেমন কিছু বলা নেই। আমরা শুধু জানি, "তেজস্ক্রিয়তা মৌলের একটি স্বতঃস্ফূর্ত ঘটনা। পর্যায় সারণিতে ৮২ এর পরের মৌলগুলোই হলো তেজস্ক্রিয় মৌল।" কিন্তু এখানে অনেক "কিন্তু" আছে। যেমন, তাহলে কার্বন-১৪ পর্যায় সারণির ৬ নাম্বার মৌল হওয়া সত্বেও তেজস্ক্রিয় কেন? কেউ কেউ বলে থাকেন, মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন সংখ্যার অনুপাত ১ঃ১ হলে সেটা সর্বাধিক স্থায়ী, এরা তেজস্ক্রিয় না; ১ঃ১ থেকে ১ঃ১.৫ পর্যন্ত মোটামুটি স্থায়ী; আর ১ঃ১.৫+ হলে সেটা অস্থায়ী, এরা ভাঙবেই। তাহলে প্রশ্ন হলো, টিন-১০০ (প্রোটন ৫০, নিউট্রন ৫০, অনুপাত ১ঃ১) কেন স্থায়ী বা অতেজস্ক্রিয় না? এটা কেন তেজস্ক্রিয়? এমন আরও অনেক প্রশ্ন আছে। তেজস্ক্রিয় তাহলে আসলে কারা হবে? এটা প্রেডিক্ট করার উপায় কী? কেউ কেউ তেজস্ক্রিয় হয় আর কেউ কেউ তেজস্ক্রিয় হয় না কেন? তেজক্রিয় সব আইসোটোপ থেকেই কি আলফা, বিটা আর গামা বের হয়? নাকি কোথাও থেকে আলফা, কোথাও থেকে বিটা এমন হয়? যদি এমন হয় সেক্ষেত্রে কোনটা থেকে আলফা বের হবে আর কোনটা থেকে বিটা বের হবে? এমন আরও অনেক অনেক প্রশ্ন নিয়েই এই ভিডিওটা।
বিঃদ্রঃ এটা ব্যাখ্যা করতে গিয়ে পার্টিকেল ফিজিক্স নিয়ে কিছু কথা বলতে হয়েছে, কিন্তু আমাদের অধিকাংশেরই পার্টিকেল ফিজিক্স নিয়ে কোনো ধারণাই নেই। তাই এই সব কিছু মিলিয়ে ভিডিওর লেংথ অনেক বড় হয়ে গেছে। যাদের একটানা বসে এত বড় ভিডিও দেখার সময়/ধৈর্য্য নেই, তারা পার্ট পার্ট করে ভিডিওটা দেখতে পারেন!
Important Disclaimer: এই ভিডিওটা শুধুমাত্র যাদের মনে শুধু "কে? কী? কেন? কবে? কোথায়? কীভাবে?" এসব ঘোরে তাদের জন্য। এটা নন প্রোফেশনাল ভিডিও। আমি এটা অন্যদের জানানোর জন্য শখ করে আগ্রহ করে করেছি, যাদের এই বিষয়গুলো নিয়ে জানার আগ্রহ আছে শুধুমাত্র তাদের জন্যই করেছি। If you are like that, feel free to watch it. If you are not like that, feel free to ignore it.
আর কারও কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সবার জীবনের সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক!
ধন্যবাদ!
Comments